Learn More About Major Courses
Be a Public Health Professional
We are currently offering Bachelor and Masters Degree under Department of Public Health, Faculty of Science & Engineering Technology, FCUB
Public Health Nutrition
Food & Nutrition
(বিঃ দ্রঃ Public Health Nutrition এবং Food and Nutrition মেজরের মধ্যে প্রয়োগিক ক্ষেত্রে শুধুমাত্র নামের পার্থক্য ছাড়া আর অন্য কোন পার্থক্য না থাকায় এখানে শুধুমাত্র Public Health Nutrition নিয়ে আলোচনা করা হয়েছে।)



















প্রয়োজনীয় Criteria যদি Fillup করতে পারে তবে একজন “পাবলিক হেলথ নিউট্রিশন” এ গ্রাজুয়েটরা অন্যান্য পাবলিক হেলথ গ্রাজুয়েটদের মতই দেশে ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ নিতে পারবে।
Community Medicine








১. সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলিতে (সিএসও) যোগদান এবং পরামর্শদাতা, গবেষণা কর্মকর্তা, প্রশিক্ষণ কর্মকর্তা হিসাবে কাজ করার সুযোগ।
২. বিভিন্ন UN এজেন্সি যেমন – WHO, UNICEF, UNDP, UNHCR তে কাজ করার সুযোগ।
৩. স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠানে Epidemiologist হিসাবে কাজ করার সুযোগ।
৪. BIRDEM, DAB (Diabetic Association of Bangladesh) এবং কেন্দ্রীয় পর্যায়ের সরকারী বিভাগ ও মন্ত্রণালয়গুলিতে কাজের সুযোগ।
৫. BRAC সহ বিভিন্ন NGO (Both International and Local) তে কাজ করার অবারিত সুযোগ।
৬. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসাবে যোগদানের হাতছানি।


প্রয়োজনীয় Criteria যদি Fillup করতে পারে তবে কমিউনিটি মেডিসিন-এর একজন গ্রাজুয়েট অন্যান্য পাবলিক হেলথ গ্রাজুয়েটদের মতই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বাইরের বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে নিতে পারবে।


১. Park’s Textbook of Preventive and Social Medicine by K Park
২. Textbook of Preventive and Social Medicine by Piyush Gupta.
৩. Community Medicine with Recent Advances by AH Suryakantha.
৪. A Review of Preventive and Social Medicine by Chandrakant Lahariya
Hospital Management


কয়েক বছর আগেও অভিজ্ঞ চিকিৎসকেরা একই সঙ্গে চিকিৎসা ও হাসপাতাল পরিচালনার দায়িত্ব সামলে দিতেন। কিন্তু গত কয়েক বছরে দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আরও তীব্র হয়ে উঠেছে প্রতিযোগিতা। যে কারণে প্রয়োজন পড়ছে টক্কর দেওয়ার মানসিকতা সম্পন্ন পেশাদার ‘হসপিটাল ম্যানেজার’দের।

শুধু হাসপাতাল কিংবা নার্সিংহোমই নয়, রোগনির্ণয় কেন্দ্র, স্পেশ্যালিটি ক্লিনিকের মতো স্বাস্থ্য পরিষেবার অন্যান্য কেন্দ্রেও এই পেশাদারদের কাজের সুযোগ ছড়িয়ে যাচ্ছে।




Health Education & Health Promotion
কমিউনিটি হেলথ/ পপুলেশন হেলথ বা পাবলিক হেলথ সাইন্সের এর একটি গুরুত্বপুর্ণ শাখা হেলথ এডুকেশন বা হেলথ লিটারিসি । এপিডেমিওলজিস্টদের তৈরি করা হেলথ রিস্ক ফ্যাক্টর, প্রটেকটিভ ফ্যাক্টর, ডিজিজ কন্ট্রোল ইনফরমেশন কমিউনিটি পর্যায়ে এমন কি ইনডিভিযুয়াল পর্যায়ে পৌছে দেয়া এই সাবজেক্ট এর মুল উদ্দেশ্য। কমিউনিটি পর্যায়ে ডিজিস প্রিভেনশন এবং ট্রিটমেন্ট উভয় ক্ষেত্রেই এর ব্যবহার পরিলক্ষিত হয়। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন নামে এই কোর্সটি পড়ানো হয় ।
যেকোন ক্রনিক ও ইনফেকশাস রোগের বিস্তার কমাতে হেলথ এডুকেশন অত্যন্ত জরুরী। যেমন কোভিড-১৯ প্রতিরোধ এর জন্য আমরা ঘরে অবস্থান করছি, মাস্ক ব্যবহার করছি, বার বার হাত স্যনিটাইজ করছি, সামাজিক দুরত্ব বজায় রাখছি । আবার ডায়বেটিস রোগীরা দিনে কমপক্ষে ৩০ মিনিট হাটা চলা করছে, মিষ্টি কম খাচ্ছে, আবার কোন ঔষধ কখন খেতে হবে খাওয়ার আগে নাকি পরে, কি ধরনের শারিরিক সমস্যা দেখা দিলে কি ধরনের ডাক্তার বা কোন পর্যায়ের হসপিটালে যেতে হবে এই ইনফরমেশন গুলো ই হেলথ এডুকেশন।

১. কমিউনিটিতে কোন রোগ সম্মন্ধে নলেজ এটিটিউটি এন্ড প্রাকটিস এসেসমেন্ট করা এবং ইন্টারভেনশন প্রদান করা অর্থাৎ কোন ঘাটতি থাকলে তা পুরন করা বা উন্নতি করা।
২. স্পেসিফিক কোন ইথনিসিটিতে বা এরিয়াতে স্বাস্থ্য উন্নয়নের কাজ করা।
৩. স্পেসিফিক কোন ইথনিসিটিতে বা এরিয়ার জনগনের হেলথ সেকিং বিহাবিয়ার পরিবর্তন করা বা উন্নয়ন করা।
৪. বিভিন্ন কমিউটিতে স্কুল হেলথ এবং মোবাইল হেলথ পরিচালনা করা।
৫. বিভিন্ন কমিউনিটিতে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা।
৬. এনজিওর প্রজেক্ট গুলোতে মনিটরিং, ইভোলিউশন এর কাজ করা ইত্যাদি।
এছাড়া সরকারিভাবে প্রত্যেকে উপজেলা ও জেলা পর্যায়ে হেলথে এডুকেশন অফিসার (১১ গ্রেড) এবং সিনিয়র হেলথ এডুকেশন অফিসার (৮ গ্রেডে) হিসাবে দুটি পোষ্ট বিদ্যমান রয়েছে। এই পদে জনবলের ভীষন সংকট বাংলাদেশে ।

সর্বোপরি কথা হলো, আপনি যে বিষয়ে পড়েন না কেনো আপনাকে ঐ বিষয়ে জ্ঞান অর্জন করতে তার সাথে সাথে আপনার স্কিল ডেভেলপ করতে হবে তা হলেই আপনার কর্মক্ষেত্রের কোন অভাব হবে না ইনশাল্লাহ।